আলিফ রহমান ভাই এর সেচ্ছায় রক্ত দান ।
#আলহামদুলিল্লাহ
আল্লাহকে খুশি করার আশায় একজন রোগীর বিপদ কালিন সময়ে রক্তদিয়ে সাহায্য করার চেষ্টা করেছি আমরা।
আলহামদুলিল্লাহ আল্লাহ সফল করেছেন।
#রক্তদানের_বর্ননাঃ-👇
#রোগীর_সমস্যা: সিজার অপারেশন
#রক্তদাতার_নাম: Alif Rahman
#ডোনেট_সংখ্যা: ১ম বার
#রক্তের_গ্রুপ: ও+
#রক্তদানের_তারিখ:১/১/২০২২
#রক্তদানের_সময়:৬ টা
#ডোনার_মেনেজ: Arnob Hasan Shuvo
#রক্তদানের_স্থান: হেনা আহমেদ হাসপাতাল
প্রিয় সংগঠন #রক্তের_বন্ধনে_বিক্রমপুর (RBB)এর পক্ষ্য থেকে ভালবাসার ভাই এর জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা রইলো❤️
#ছবিটা শো-অফ করার জন্য না, অন্যেকে রক্তদানে উৎসাহ প্রদান করার জন্য,মানুষের ঘুমন্ত মন কে জাগ্রত করে রক্তদানের জন্য অনুপ্রাণীত করার জন্য।🥰🥰🥰
রক্তের বন্ধনে বিক্রমপুর ( RBB) ❤️❤️
একের রক্ত অন্যের জীবন🥰
হবো সচেতন,✊ করবো পরিবর্তন,✊
রক্তদাতা ভাইয়ের জন্য শুভ কামনা রইলো🥰
উত্তরমুছুন